Godkhali Flower Garden বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় খুলের বাজার হলো গদখালি। যেখানে আপনি দেশি, বিদেশি সব ধরনের ফুল পাবেন।ফুলের মহিমান্বিত আপনাকে বার বার কাছে টানবে। অচীরেই আপনি হারিয়ে যাবেন ফুলের মুগ্ধতায়! সুমিষ্ট সুবাস, মানুষের কোলাহল,ফুল নেওয়ার প্রতিযোগিতা এগুলো আপনার হৃদয় ছুয়ে দেবে!

Godkhali-গদখালি

Godkhali Flower Garden যশোর জেলার ঝিকরগাছা থানার অন্তগত গদখালি ইউনিয়ন। যশোর জেলার বাইরে, বাংলাদেশের যেকোন প্রান্ত থেকে গদখালি আসতে হলে, প্রথমে আপনাকে আসতে হবে যশোর। যশোর চেকপোস্ট থেকে বেনাপোলের বাস এ উঠবেন। যশোর,চেকপোস্ট – গদখালি(৩৫) টাকা ভাড়া! ফুলমোড় বা পানিসারা মোড় এর উদ্দেশ্যে গদখালি থেকে আপনি যেকোন ভ্যান বা ইজিবাইক এ উঠতে পারেন ভাড়া নিবে ১৫ টাকা। ফুলমোড়ে লাবার পর বিস্তৃণ এলাকা জুড়ে রয়েছে ফুলের সমরাজ্জ আপনার ইচ্ছে মতো ঘুরবেন! ঠিক ফেরার সময় ও একি প্রসেস এ ফিরবেন।
যশোর থেকে গদখালি,ফুলমোড় পযন্ত আসতে আপনার সময় লাগতো পারে ৪০/৪৫ মিনিট। গদখালিতে থাকার ব্যবস্থা নেই। খাওয়া – দাওয়ার জন্য ব্যবস্থা আছে। থাকতে চাইলে আপনাকে যশোর শহরে যেকোন হোটেল এ গিয়ে উঠতে হবে ।একটা সুন্দর মুহুর্ত কাটাতে আপনি ও চলে আসতে পারেন আপনার পরিবার পরিজন নিয়ে!

godkhali flower garden,godkhali, godkhali park

Godkhali Flower Garden-গদখালি ফুলের বাগান

godkhali flower garden,godkhali, godkhali park

ফুলের রাজ্য হিসেবে খ্যাত গদখালি। গদখালি বাজারের একটু পর থেকে মূলত ফুলের বাগান শুরু। Godkhali Flower Garden পাশাপাশি কয়ের গ্রাম সহ হাজার হাজার বিঘা ফুলের বাগান।এখানে দেখা মিলবে বিভিন্ন শ্রেনি,পেশার মানুষের। কেউ নিজের জমিতে ফুল চাষ করছে,আবার কেউ অন্যর জমিতে লিজ নিয়ে। যারা পড়াশোনা করে তারাও পাশাপাশি পার্টটাইম কাজ করছে। দিনের পর দিন এরা কঠিন পরিশ্রম করে যাচ্ছে ফুল গুলোকে পরিচর্যা করছে। যাতে বিক্রয় করে তাদের নায্য মূল্য টা পাই! আপনি চাইলে গদখালিতে এসে ফুলের মাঠে ঢুকে সবকিছু দেখতে পারেন! এই গ্রাম্য কৃষক,ফুলওয়ালা এদের সাথে মিশে দেখতে পারবেন ফুলের ভুই,হাটতে পারবেন ফুলের ভুয়ের ভেতরে! এখানে এসে দেখেন মানুষগুলো কত মিশুক স্বভাবের, তাদের মন মানসিকতা কত সুন্দর। কত সুন্দর ভাবে তারা দুরের মানুষকে আপন করে নিতে জানে! না আসলে তো আপনিই লস করবেন। একবার এসে ঘুরে গিয়ে হয়ে যান আমাদের গদখালির একজন সদস্য! কি আসবেন তো?কত সুন্দর মনোরম পরিবেশে, কোন কোলাহল নেই, আওয়াজ নেই কোন ঝামেলা নেই, শুধু আছে মাঠের ঠাটা পড়া রৌদ, বৃষ্টি। এগুলোর মাঝে ও কাজ করা থেমে নেই! বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয় যদি আপনি আসেন আর দেখেন বৃষ্টি হচ্ছে তাহলে দেখতে পাবেন কত কষ্টই করে কৃষকেরা। যা এক হৃদয়বিদারক কাহিনি! তাদের প্রচেষ্টা, পরিশ্রম হার মানাবে গল্প, কাহিনি কে। আপনাকে শিখাবে বাস্তবতা গ্রহন করতে এবং এগুলো থেকে শিক্ষা নিতে। যা হতে পারে আপনার জীবনের কোন এক সফলতার গল্পে।

Godkhali Flower Market-গদখালি ফুলের বাজার!

godkhali flower garden,godkhali, godkhali park

Godkhali Park-গদখালি পার্ক

godkhali flower garden,godkhali, godkhali park

গদখালিতে মোট তিনটি Park আছে। প্রতিটি পার্কে যেতে আপনাকে খরচ করতে হবে ৩০ টাকা থেকে ৫০ টাকা।শিশুদের জন্য টিকিট ফ্রি।তিনটি পার্কেই রয়েছে অনেকগুলো ক্যামেরা ম্যান, যারা টাকার বিনিময়ে ছবি তুলে থাকে। ছবি তোলার রেট ১০ টাকা এবং রাতের বেলা লাইটিং সিস্টেম এ ছবি তুললে ২০ টাকা। তাছাড়া আপনি যদি অনেক গুলো ছবি তোলেন তাহলে কথা বলে টাকার পরিমান কমিয়ে নিতে পারেন। ছবি তোলার আগে অবশ্যয় কথা বলে নিবেন। তিনটি পার্কের ভেতর আমার কাছে মনে হয়ের সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে ৩ নম্বর টি। পার্কের ভেতর রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি, হাটার জায়গা গুলোতে রয়েছে মাথার উপর ছাউনি তাও গেট ফুলের! আরো রয়েছে নাগর দোলা, বাসের কেল্লা,ছোটখাট জাদুঘর,বসার জন্য বিভিন্ন ধরনের ছিট,ছবি তোলার জন্য পার্কের ভেতরেই মনোমুগ্ধকর ফুলের বাগান। ছোটখাটো কৃত্রিম পাহাড় তার উপর একটি গাছ এবং গাছে গোলাপ দিয়ে আর্ট করা সেখানে ও আপনি ছবি তুলতে পারবেন। এছাড়া রয়েছে ছোট লেক তার উপর কপি সপ আপনার প্রিয় মানুষের সাথে বসে কপি খাওয়ার ব্যবস্থা। লেকের চারিদিকে হাটার জন্য সুন্দর ব্যবস্থা আছে। তার সামনে আরো একটি লেক আছে যেখানে লেকের উপর দিয়ে সিট বেল্টের গাড়িতে উঠে ঘুরে দেখতে পারবেন সুন্দর ভিউ জনপ্রতি ৩০ টাকা। ফুচকা,ঝালমুড়ি,কসমেটিকস, টি সপ,মুদি দোকান এছাড়া দুইটি বড় রেস্টুরেন্ট আছে। যেখানে আপনি সব ধরনের খাবার পাবেন তবে খাওয়ার আগে মেনু কাড দেখে নিবেন।সবকিছু মিলিয়ে পার্কগুলো সুন্দর এবং তার ভেতরের ভিউ ও অনেক সুন্দর। এই সুন্দর মূহুর্ত গুলো আপনি আপনার ফোনে ক্যামেরা বন্ধি করে রাখতে পারেন। এবং শেয়ার করতে পারেন আপনার প্রিয় মানুষ বা বন্ধুদের সাথে।

World Biggest Flower Market-বিশ্বে সবচেয়ে বড় ফুলের বাজার।

godkhali flower garden,godkhali, godkhali park

আমাদের দেশ বাংলাদেশ যার রাজধানী ঢাকা। কিন্তু যদি আমরা ফুলের কথায় আসি তাহলে নিসন্দেহে ফুলের রাজধানী Godkhali Flower Garden গদখালি। এখানে পাবেন আপনি দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফুল।এই ফুলের চাহিদা এখন আর আমাদের দেশ পযন্ত সীমাবদ্ধ নয় এর চাহিদা এখন আন্তর্জাতিক পর্যায়ে। এই ফুল দেশের চাহিয়ে মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে এবং বিনিময়ে আমরা দেশের অর্থনীতিতে বড় আকারে ভুমিকা রাখতে পারছি। দিন দিন ফুলের উৎপাদন ও বাড়ছে। গদখালিতে বেশির ভাগ সব দেশি লোক এবং বিদেশি লোকের সমাগম খুবই কম! যদি ও এখন ইন্টারনেট এর কারনে ছড়িয়ে পড়েছে এর খ্যাতি এবং যা বিদেশি বাজার দখল করতে আমাদেরকে সাহায্য করছে।ইন্টারনেশনাল রিলেশনশিপ এর মাধ্যমে বিদেশিদের কে নিয়ে এসে আমাদের ফুলের গুনাগুন ও এর চাহিদা, কার্যকারিতা তুলে ধরতে পারলে তারা ও আকৃষ্ট হবে।দেশ ছোট হতে পারে কিন্তু দেশের মানুষের দক্ষতা এবং সৃজনশীলতা কে কাজে লাগিয়ে দেশকে অনেক দুরে এগিয়ে নেওয়া সম্ভব। এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান নিশ্চিত করাই হতে হবে আমাদের লক্ষ! যার একটি অনন্য উদাহরন হলো গদখালি ফুলের বাজার।

Vehicel Parking-গাড়ি রাখার জায়গা

অনেক দুর থেকে আসা পর্যটক দের জন্য গাড়ি রাখার জন্য সুব্যবস্থা আছে। এখানে পিকনিক করতে ও আসে অনেক দুর থেকে! সাইকেল,মোটরসাইকেল, ইজিবাইক,মাইক্রো,বাস, পিকাপ ইত্যাদি গাড়ি গুলো এখানে রাখতে পারবেন নিদিষ্ট পরিমান ভাড়া দিয়ে। ছোট গাড়ি সাইকেল বা মোটরসাইকেল এর জন্য (১০-৫০) টাকা এবং বড় গাড়ির জন্য (১০০-৩০০) টাকা পযন্ত। এছাড়া আপনি গাড়ি নিয়ে ঘিরে দেখতে পারবেন পুরো এলাকা যেখানে চারিদিকে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান। যেকোন জায়গায় গাড়ি রেখে ফুলের বাগানে হাটতে পারবেন পাশের গ্রাম গুলো দেখতে পারবেন। সৃতি হিসেবে রাখার জন্য প্রথম থেকে শেষ পযন্ত আপনি ক্যামেরা বন্ধি করে নিতে পারেন! অথবা গাড়ি না থাকলে একটা ভ্যান বা ইজিবাইক রিজার্ভ করে ঘুরতে পারেন এলাকা জুড়ে। সবচেয়ে ভালো হবে আপনি যদি চারিদিকে হাটতে পারেন তাহলে সবকিছু কাছ থেকে দেখতে পারবেন। সারা বিকেল বিভিন্ন ফুলের বাগানে ঘোরাঘুরির পর ৫ টার দিকে পার্কে ঢুকবেন তাহলে সবচেয়ে বেশি উপভোগ করতে পারবেন।

Need of flower garden-ফুলের বাগানের প্রয়োজনীয়তা

প্রকৃতির স্বাদ নিতে হলে আপনাকে প্রকৃতির স্বাদ নিতে হবে। এই ফুলের অনেক প্রয়োজন আছে সাথে আপনার মনকে সুন্দর করে তোলার জন্য ফুল বাগানই যথেষ্ট। আমাদের দেশের বিভিন্ন উৎসব যেমন: একুশে ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস,স্বাধীন মার্চ,বিজয় দিবস,বুদ্ধিজীবী দিবস সহ রাষ্টীয় বিভিন্ন অনুষ্ঠানে এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফুলের যোগান দিয়ে থাকি গদখালি ফুলের বাজার প্রতি বছর এখান থেকে শত শত কোটি টাকার ফুল বিক্রি করা হয়।এখানে আসলে আপনি স্বশরীরে ফুলের বাগান দেখা এবং চাষ করার বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারনা নিতে পারবেন। এছাড়া ও এখানে আছে ফুল গবেষণা কেন্দ্র সেখন থেকে ও সহযোগিতা নিতে পারেন। এখানে ফুলের চারা বিক্রি করা হয় আপনার পছন্দ মতো কিছু চারা ক্রয় করে লাগাতে পারেন আপনার বাড়ির আঙ্গিণায়।যদি আরো বেশি করে লাগাতে চান তাহলে ফুলের বীজ সংগ্রহ করে নিয়ে যেতে পারেন এবং এগুলো পরিচর্যা করার মাধ্যমে আপনি ও একটি ছোট বাগান তৈরি করতে পারেন। অভিজ্ঞতা অর্জন এবং শেয়ার করতে বার বার আসতে পারনে সেই ফুলের রাজধানীতে।
আমি আপনাকে সাজেস্ট করবো ডিসেম্বর এর শেষ থেকে মে মাসের মধ্যে আসতে তাহলে সবচেয়ে ভালো উপভোগ করতে পারবেন। এর মাঝে ফুলের মেলা হয়।